চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ অধিকতর জনবান্ধব ও কার্যকর করার লক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের প্রশিক্ষণ ও পারষ্পরিক শিখন কার্যক্রম অংশগ্রহন শেষে উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের প্রতিনিধি ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ডি. এফ) এনামুল খন্দকার নেতৃত্বে আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪জন ইউপি সচিবসহ মোট ৩০জনের একটি প্রতিনিধি দল, একটি আদর্শ ইউনিয়ন পরিষদ ভ্রমন অংশ হিসেবে আজ দৃষ্টিনন্দন ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাং সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, সভা শেষে অত্র ইউপি চেয়ারম্যান পরিষদের বিভিন্ন ভবন ঘুরে দেখান। পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যান বৃন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে একটি নিম গাছের চারা রোপণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস