কালের স্বাক্ষী গড়ে ওঠা রাউজান উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা হলো ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন ।প্রথম থেকে আজও পরন্ত নোয়াজিষপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল ।নোয়াজিসপুর ইউনিয়নের লোকজনের প্রধান ভাষা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক ভাষা এবং ইউনিয়নের মানুষ সাধু,চলিত ও আঞ্চলিক ভাষায় ভাবের আদান প্রদান করে, বিভিন্ন জারি গান,পল্লিগীতি,ভাওয়াইয়া, ভাটিয়ালী, যাত্রা,মঞ্চ নাটক ইত্যাদি পুরাতন সংস্কৃতির উল্যেখযোগ্য বিষয়,এবং পানির মৌসুমে নৌকা বাইচ আয়োজন করে থাকে। বিভিন্ন খেলা-ধুলা সহ নিজস্ব সংস্কৃতি আজও চলমান তার মধ্যে হা ডু-ডু চিত্তবিনোদনের আরেক অধ্যায়।
ইউনিয়নের জনগণের মধ্যে রয়েছে অত্যন্ত ভ্রাতৃত্ব বোধ ও আন্তরিকতা বিদ্যমান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস