Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সরকারি ও বেসরকারিভাবে বিদেশে চাকরি প্রার্থীদের নাম রেজিষ্ট্রেশন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি
Details

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারিভাবে বৈদেশিক চাকুরির জন্য আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী পছন্দমত বিভিন্ন পেশায় বুয়েটের সহায়তায় ডিজিটালাইজড পদ্ধতিতে নাম রেজিষ্ট্রেশন করা হবে।ইউ.এন.ডি.পি ও ইউ.আই.এস.ডি এর কারিগরি সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন( এ টু আই) প্রোগ্রাম এবং স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থাপিত সকল ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে(ইউ.আই.এস.সি) ,সিটি কর্পোরেশনের অধীন ওয়ার্ড পর্যায়ে স্থাপিত নগর তথ্য ও সেবা কেন্দ্র(সিআইএসসি)পৌরসভার আওতাধীন পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র(পিআইএসসি) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ ৪২ জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডিইএমও) স্ব স্ব জেলার প্রার্থীদের রেজিষ্ট্রেশন করা যাবে।

·        ইতোমধ্যে মালয়েশিয়ায়,হংকং,সিংগাপুর ও জর্ডানে গমনের জন্য যে সকল পুরুষ ও নারী রেজিষ্ট্রেশন করেছেন তারাও বর্তমানে অন্যান্য দেশের জন্য পছন্দ অনুযায়ী দক্ষ/আধা দক্ষ/অদক্ষ/ট্রেডভিত্তিক রেজিস্ট্রেশন করতে পারবেন।

·        এই রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশনভুক্ত প্রার্থীগনের বিদেশে যাওয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না।যারা এখন রেজিস্ট্রেশন করছেন না কিন্তু পরবর্তীতে বিদেশে যাবার মনস্ত করবেন,তারা ২ বছর পর রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।তবে যারা রেজিস্ট্রেশনের পর ১৮ বৎসর বয়সে পদার্পন করবেন তারা বয়স প্রমানের সার্টিফিকেটসহ যে কোন সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে রেজিস্ট্রেশন করতে পারবেন।

·        প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ:

·        আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।

·        প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর।

·        শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর)

·        যেকোনদেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দেরপেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।

·        প্রার্থী সর্বমোট ২০০-এর অধিক ট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন।

·        এছাড়া যাদের বিশেষ কোন ট্রেড বা পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মী হিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন।

·        রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র

·        মেশিন রিডেবল পাসর্ফোট(এমআরপি)যদি থাকে/না থাকলে জাতীয় পরিচয়পত্র/না থাকলে জন্ম নিবন্ধন পত্র অবশ্যই আনতে হবে।(জন্ম নিবন্ধেনে যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে হুবহু সেই তথ্যের ভিত্তিতে পাসফোর্ট তৈরী করতে হবে।)

·       শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ১ সেট ফটোকপি

বিভাগওয়ারী রেজিস্ট্রেশন শুরুর তারিখ ও সময় (সাপ্তাহিক ছুটির দিন সহ)

ক্রম

বিভাগ/সিটি কর্পোরেশন

তারিখ

সময়

ঢাকা ও বরিশাল

২২/০৯/২০১৩ ইং হতে ২৮/০৯/২০১৩ পর্যন্ত

প্রতিদিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

রাজশাহী,রংপুর,সিলেট

২৮/০৯/২০১৩ ইং হতে ০৪/১০/২০১৩ ইং পর্যন্ত

প্রতিদিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

খুলনা ও চট্টগ্রাম

০৫/১০/২০১৩ ইং হতে ১২/১০/২০১৩ ইং পর্যন্ত

প্রতিদিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

Attachments
Publish Date
05/10/2013