Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া........
Details

জনাব,

আসসালামু আলাইকুম,

আগামী ৯ ও ১০ এপ্রিল , বুধবার ও বৃহস্পতিবার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত   অনুষ্ঠানের  সমাপনী  দিনে প্রধান  হিসেবে  উপস্থিত    থাকার জন্য রাউজান থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য    জনাব  এ.বি.এম ফজলে করিম চেীধুরী, এম.পি মাননীয় সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট দানবীয় ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্মোঃ ফরিদুল আলম চেীধুরী।

 

 উক্ত অনুষ্টানে আপনার/আপনাদের  উপস্থিত একান্তভাবে কামনা করছি।

                                

                                                                                    ধন্যবাদসহ-

 

 মোহাম্মদ সরোয়ার্দী সিকদার                                     তপন কুমার বড়ুয়া

           চেয়ারম্যান                                                                               সদস্য সচিব, উদযাপন পরিষদ

নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ ও                                                                ও প্রধান শিক্ষক

 আহবায়ক, উদযাপন পরিষদ।                                        ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়

Attachments
Publish Date
06/04/2014